Latest

8/recent/ticker-posts

Header Ads Widget

Borshar Dine - Ariaan Ahmed

Borshar Dine - Ariaan Ahmed


বর্ষার দিনে
আরিয়ান আহমেদ


বর্ষা এলো বাদলা আকাশ
মেঘলা দিন নিয়ে
খাল-বিল সব ভরে গেল
বর্ষার জল দিয়ে।

নদীর বুকে পাল তোলা নাউ
চলছে নাকো আজ
দূর আকাশে মেঘের গর্জন
গরগর স্বরে বাজ।

আকাশ জুড়ে পাখির ঝাঁক
বেরোয়নি কো আজ
বর্ষার দিনে সকাল বেলাও
মনে হয় তো সাঁঝ।

আউশ-আমুন আরও, প্রকৃতি!
ভিজছে বৃষ্টির জলে।
বর্ষার আনন্দ নিচ্ছে সবাই
কত ছলে বলে কৌশলে।

রাখাল ছেলে বেরোয়নি আজ
আসবে বলে ঢল
চারিদিকে বহে ঠান্ডা হাওয়া
আর বর্ষার জল।

বর্ষা আসুক এমন করে
আসুক সবার মনে।
ধুয়ে মুছে যাক সব কষ্ট গ্লানি
এই বর্ষার দিনে।


কবিতা | 
২৮-০৯-২০১২
------------------------------------------------------------------------------------------------------------------------
English Translate
On a Rainy Day
Ariaan Ahmed

The monsoon brought a cloudy sky
On a cloudy day
The canal-bill was all filled
With rain water

Boat sailing on the river
Who is not going today
The roar of the clouds in the distant sky
Thunder in the thunder.

Swarm of birds across the sky
Did not come out today
In the morning on a rainy day
Looks like it is cool.

Aus-Amun More, nature!
Soaking in rain water.
Everyone is enjoying the rainy season
How many cheats?

The shepherd boy did not come out today
Eel to come
Cold breeze all around
And the rainy season.

Let the rain come
Let everyone think.
Wash away all troubles
On this rainy day.

Poem | 28-09-2012

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ