সকাল ডাকে
আরিয়ান আহমেদ
আকাশ জুড়ে সোনা মাখা রোদ
সূর্য উঠলো জেগে
প্রকৃতি মাখছে সোনালী সে রোদ
মেঠো পথটার বাঁকে।
নদীর বুকে নাউ বইছে
সে সোনা মাখা রোদে,
পাখি বেরোলো ছোট ঘর থেকে
এ বুঝি সকাল ডাকে।
বইছে হাওয়া ঝরছে আলো
দিক থেকে দিক দিকে
সবাই দেখো দিচ্ছে সাড়া
সকাল বেলার ডাকে।
জাগছে দেখো স্বপ্ন নদী
জাগছে নদীর বাঁক,
অবুঝ এই মায়ার ডাকে
আমায় লুকিয়ে রাখ।
উঠলো জেগে পাখি আর
গাইছে মধুর গান
দিচ্ছে তারা সবাইকে জেগে
ওঠার আহ্বান।
জাগছে সবাই উঠছে জেগে
দিক থেকে দিক দিকে
সবাই দেখো দিচ্ছে সাড়া
এ সকালের ডাকে।
কবিতা | ০৮- ১০-১২
এ সকালের ডাকে।
কবিতা | ০৮- ১০-১২
-----------------------------------------------------------------------------------------------------------------------------
English Translate
Calling in the Morning
Ariaan Ahmed
Ariaan Ahmed
Gold plated sunshine across the sky
The sun was up
Nature is emitting golden sunshine
Turning the road
Now the river is flowing
He sunk gold,
Get the bird out of the small house
I understand the call in the morning.
The wind is blowing light
From direction to direction.
Everyone is responding
Calling in the morning.
Wake up dream river
Awakening of the river,
Fools call this mire
Hide me
The birds woke up
Sweet song sung
They are waking everyone up
Call to rise
Everybody is waking up
From direction to direction
Everyone is responding
At this morning's call.
Poem | 08-10-12
2 মন্তব্যসমূহ
Nice writing
উত্তরমুছুনThank You so much
মুছুন