Latest

8/recent/ticker-posts

Header Ads Widget

Khuji Taake - Saif Rahman | Sad Love Poem 2020


খুঁজি তাকে
সাইফ রহমান

মাঝ রাতে ঘুম ভেঙ্গে গেলে
তাঁর কথা খুব মনে পড়ে
সে ছিল আমার সবটা জুড়ে

রাস্তা দিয়ে হেটে গেলে
স্মৃতি গুলো সব মনে পড়ে
সে ছিল আমার মন জুড়ে

এখনো খুঁজি তাকে
সেই ফেলে আসা রাস্তার মাঝে
এখনো খুঁজি তাকে
সেই ফেলে আসা
দিল গুলোর মাঝে।

রাস্তা-ঘাট, গাড়ি-ঘোড়া, 
দোকান-পাট, কেনা-বেচা 
মানুষজন করে কোলাহল;
বসে বসে তোমাকে দেখা
হাসতে হাসতে কথা বলা।

হারালি কোথায় আমাকে ফেলে
ফিরে আই তুই ফিরে আই..!

সবটা যখন স্তব্ধ থেকে যায়
হাতে হাত রেখে আমরা দুজন
হেটে চলে যাই।

এখনো খুঁজি তাকে
সেই ফেলে আসা রাস্তার মাঝে
এখনো খুঁজি তাকে
সেই ফেলে আসা
দিল গুলোর মাঝে।

-----------------------------------------------------------------------------------------------------------------------------
English Translate
Khuji Taake
Saif Rahman

When I woke up in the middle of the night
I miss you very much
You were all over me

When walking down the street
I remember All the memories with you
You were in my were my heart.

Still looking for you
In the middle of that abandoned road
Still looking for You
in those past days When you left.

Roads, cars, horses,
Buying and selling
The noise of the people;
we Sit down and see each other
with Talking with a smiling.

why did you leave me & gone
Please Come back ..!

When everything stops
The two of us holding hands
Let's go for a walk.

Still looking for you
In the middle of that abandoned road
Still looking for You
in those past days When you left.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ