বন্ধু মানে
আরিয়ান আহমেদ
বন্ধু মানে আশার আলো
ভরসায় ভরা হাত
বন্ধু মানে আঁধার রাতে
আলোকিত এক চাঁদ।
বন্ধু মানে অনেক কষ্টে
একটু খানি সুখ
বন্ধু মানে দুঃসময়ে
হাসি ভরা এক মুখ।
বন্ধু মানে মন জোনাকি;
বিশ্বাসে ছোঁয়া হাত
বন্ধু মানে আড্ডায় ঘেরা
চাঁদনী একটা রাত।
বন্ধু মানে সমাধান নেই
তবুও পাশে আছি
বন্ধু মানে দুজন মিলে
এক সাথে চল বাঁচি।
রক্তের সম্পর্ক না তবু
রক্তের চেয়েও আপন।
বন্ধুত্ত্ব এই অর্থটা;
কে বা বুঝেছে কখন?
কবিতা | ০৬-০৩-১৩
-----------------------------------------------------------------------------------------------------------------------------
English Translate
Bandhu Mane
Ariaan Ahmed
Friend means the light of hope
Hands full of confidence
Friend means dark night
One moon illuminated.
Friend means a lot of trouble
A little bit of happiness
Friends means hard times
A face full of smiles.
Friend means mind firefly;
Hands touched in faith
Friend means surrounded by chat
Chandni is a night.
Friend means there is no solution
Still on the side
Friend means two together
Let's live together
Not a blood relationship though
Yours more than blood.
Friendship means this;
Who understands when?
Poetry | 06-03-13
2 মন্তব্যসমূহ
amaizing
উত্তরমুছুনThank You so much bhai
মুছুন