Latest

8/recent/ticker-posts

Header Ads Widget

Sotto - Ariaan Ahmed

Sotto - Ariaan Ahmed


সত্য
আরিয়ান আহমেদ

কিছু সত্য তোমার কবরে
কিছু সাথে যাবে আমার,
সত্য মিথ্যা নিয়েই তো
এ জীবন জুড়ে হাহাকার।

কিছু সত্য লুকিয়েছ তুমি
কিছুটা বলিনি আমি।
আল্লাহর দান এ জীবন মোদের,
মিছেই করেছি দামি।

ক্ষমতা তো আছে সত্য বলার
তবে কেন এতো ভয় ?
সত্যর পক্ষে বলতে কথা
এতো কেন সংশয়?

শোন পৃথিবীর এই চির সত্য
চলে যেতে হবে তাই। 
মুছে দিবে কি এ সত্য কন্ঠ
যদি না বলেই চলে যাই।

কবিতা | 
০৩-০৪-২০
-----------------------------------------------------------------------------------------
English Translate
Sotto
Ariaan Ahmed

Some truth is in your grave
Some will go with me,
The truth lies
It is shocking throughout life.

You have hidden some truth
I didn't say anything.
The gift of God is this life,
I've done expensive.

It has the power to tell the truth
But why so much fear?
To speak for the truth
Why so much doubt?

Listen, this is the eternal truth of the world
Have to leave
Will this erase the true voice?
If I say no.

Poem | 03-04-20

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ