Latest

8/recent/ticker-posts

Header Ads Widget

Grihobondi - Ariaan Ahmed

Grihobondi - Ariaan Ahmed


গৃহবন্দী
আরিয়ান আহমেদ

অন্যায় দেখলে দাও নি জবাব
এড়িয়ে চলেছ ভাই,
বন্দী বিশ্বের সাথে তুমিও
বন্দী হয়েছ তাই।
ভারত কাশ্মীরে ভাই মরেছে
ছিলে তুমি চুপচাপ
আজ কেন তবে তুমি বন্দী,
করো এতো অনুতাপ।
শিশু বৃদ্ধ খাবার চেয়েছে
করো নি কখনো দান
দু পয়সা দান করে
আজ ছবির আহ্বান?
ন্যায় করার তো আদেশ ছিল
ন্যায় করো নি তাই
বিপদে পড়েছি তোমার জন্য;
প্রভু! আমিও মুক্তি চাই।
যেনা ব্যাভিচার শয়তানের
পথে করেছিলে সন্ধি,
সবার মতো তাই
তুমিও আজ গৃহবন্দী।

কবিতা | ০৭-০৪-২০
--------------------------------------------------------------------------------------------------------------------------
English Translate
House Arrest
Ariaan Ahmed

If you look wrong, do not reply
Brother, avoid it.
You are with the captive world
So you were captured.
Brother killed in Kashmir, India
You were quiet
Why are you a prisoner today?
Do it with remorse.
Children want old food
Never donate
Donates two bucks
Call for a photo today?
There was an order to do justice
Don't do it right
I am in danger for you;
Lord! I want release
Adultery is like the devil
On the way to the peace,
Like everyone else
You are a prisoner of the house today.

Poem | 07-04-2020

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ