দেখিতে চাই
আরিয়ান আহমেদ
দেখিতে চাই কেমন করে
সবুজ ঘাসে শিশির হাসে;
দেখিতে চাই কেমন করে
বুনো হাঁস জলে ভাসে।
দেখিতে চাই কেমন করে
তিমির শেষে ভোর আসে;
দেখিতে চাই কেমন করে
নদীর জলে বান ভাসে।
দেখিতে চাই কেমন করে
বকগুলো পালক নাড়ে;
দেখিতে চাই কেমন করে
ফুল ফুটে বাঁশ ঝারে।
দেখিতে চাই কেমন করে
শিউলি জাগে শিশির জলে;
দেখিতে চাই কেমন করে
বৃক্ষ ভরে ফুলে ফলে।
দেখিতে চাই কেমন করে
ধানক্ষেত ডুবে বৃষ্টি জলে;
দেখিতে চাই কেমন করে
মেঘ ভাসে আকাশ নীলে।
দেখিতে চাই এসব দৃশ্য
আমার বেলা জুড়ে
রয়ে যাবে এ সবুজ দেশটা
আমারই অন্তরে।
কবিতা | ০৩-০৯-১৩
--------------------------------------------------------------------------------------------------------------------------
English Translate
Want to See
Ariaan Ahmed
Want to see how
The dew smiles on the green grass
Want to see how
Wild goose floats in the water.
Want to see how
The dawn comes at the end of the morning.
Want to see how
Bridge floats in the water of the river.
Want to see how
The goats are feathers
Want to see how
Bamboo drops in flowers.
Want to see how
In the dewy waters of the Sealy wake.
Want to see how
As a result of the tree swells.
Want to see how
The paddy fields are submerged in rain water
Want to see how
The sky is below the cloud.
Want to see these scenes
Throughout my day
The green country will remain
In my heart
Poem | 03-09-13
0 মন্তব্যসমূহ