Latest

8/recent/ticker-posts

Header Ads Widget

Amra Muslim - Ariaan Ahmed

Amra Muslim - Ariaan Ahmed


আমরা মুসলিম
আরিয়ান আহমেদ

আদর্শ শিখেছি রাসূল থেকে
কোরআন করেছে বীর
অন্যায়ের কাছে প্রান গেলেও মোদের,
 নত হবে না শির।

চলি আমরা হকের পথে
আল্লাহ ভরসা লয়;
মুচকি একটা হাসিতেই আমরা
বিশ্ব করবো জয়।

কালেমা সাক্ষ্যে সকল মানুষ
সকলে মোদের ভাই;
অর্থ-বর্ণে মোদের মাঝে
কোন ভেদাভেদ নাই।

নিরীহ মারে নরপশু,
দেয় মুসলিমদের নাম
আল্লাহ কিন্তু ন্যায় বিচারক
এর বুঝিয়ে দিবে দাম।

কোরআনের আলোয় আলোকিত,
বিশ্ব বিজ্ঞান আজ।
তবুও তো আমরা নোবেল চাইনি
দেই নি তো তাদের লাজ।

আমরা বিশ্বে মার খাই বেশি
প্রতিদিনি পোড়ে ঘর।
তবুও আমরা সন্ত্রাসী;
আর তাঁরা নাকি রহবর।

আমরা বাঁচি আল্লাহর জন্য
দেই তাঁরই তরে প্রান
তিনিই তো মোদের
সৃষ্টিকর্তা দয়াময়-সুমহান।

আল্লাহ বলেন শান্তি! শান্তি!
তাঁরা তা বোঝেনা।
ঠিক করে নিচ্ছে জাহান্নাম;
যা শেষ ঠিকানা।

-----------------------------------------------------------------------------------------------------------------------------
English Translate
Amra Muslim
Ariaan Ahmed

we learned the ideal from the Prophet
The Qur'an makes us heroic
Even if he dies to injustice
The head will not bow.

we are in the Right way
Allah is trustworthy;
with the smile
we will conquer the world.

Kalema testimony people
we All are brothers;
In Islam There is no difference
between poor-rich & black & white.

Beast peoples kill the Innocent,
They blame the Muslims
Allah is the Judge of justice
The price will explain.

Illuminated by the light of the Qur'an
World's science today
Yet we did not want the Nobel
We did not give them shame.

We are more beaten in the world
The house burns every day.
but they tell we are terrorists;
And they are the Innocent.

We live for Allah
we give our life to him
He is The Creator 
merciful-greatest.

Allah says peace! Peace!
They don't understand that.
Hell is taking over;
Which is the last address.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ