Latest

8/recent/ticker-posts

Header Ads Widget

Author Introduction 'Abdullah Al Muti'

Author Introduction 'Abdullah Al Muti'
Abdullah Al Muti

লেখক পরিচিতি 'আবদুল্লাহ আল মুতী'

আবদুল্লাহ আল মুতী ১৯৩০ সালের ১ জানুয়ারী সিরাজগঞ্জ জেলার ফুলবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। শিশুদের জন্য বিজ্ঞানবিষয়ক জনপ্রিয় সাহিত্য রচনার ক্ষেত্রে বাংলাদেশে আবদুল্লাহ আল মুতীর স্থান সবার উপরে। বিজ্ঞানের জনেক জটিল রহস্যময় অজানা দিককে তিনি আকর্ষনীয় ও সাবলীল ভাষায় তুলে ধরেছেন। 

ছোটদের জন্য তাঁর লেখা বইগুলোঃ "এসো বিজ্ঞানের রাজ্যে", "অবাক পৃথিবী", "আবিষ্কারের নেশায়", "রহস্যের শেষ নেই", "জানা অজানার দেশে", "সাগরের রহস্যপুরী", "আয় বৃষ্টি ঝেঁপে", "ফুলের জন্য ভালবাসা" ইত্যাদি।

সাহিত্যরচনা ও বিজ্ঞানসাধনার জন্য তিনি বাংলা একাডেমী পুরস্কার, ইউনেস্কো আন্তর্জাতিক কলিঙ্গ পুরস্কারসহ অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন।
আবদুল্লাহ আল মুতী ১৯৯৮ সালের ৩০ নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন।

--------------------------------------------------------------------------------------------------------------------------------
English Translate
Author Introduction 'Abdullah Al Muti'

Abdullah Al Muti was born on 1 January 1930 in the village of Fulbari in Sirajganj district. Abdullah Al Muti's place is at the forefront of popular science fiction writing for children in Bangladesh. He has presented some of the complex mysteries and unknown aspects of science in interesting and fluent language.

His books for children are: "Esho Bigyaner Rajje", "Abak Prithibi", "Abiskarer Neshay", "Rahasyar Nei Shesh", "Jana Ajanar Deshe", "Sagarer Rahasyapuri", "Aay Brishty Jhepe", "Phooler Jonno Bhalobsha" etc.

He has won many awards including Bangla Academy Award, UNESCO International Calling Award for his literary and scientific achievements.
Abdullah Al Muti died on 30 November 1998 in Dhaka.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ