লেখক পরিচিতি 'বুদ্ধদেব বসু'
বুদ্ধদেব বসু ১৯০৮ সালের ৩০ নভেম্বর কুমিল্লায় জন্মগ্রহণ করেন। বুদ্ধদেব বসু বহুমুখী প্রতিভার অধিকারী তিনি কবিতা, ছড়া, ছোটগল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক, ভ্রমণ-কাহিনি, স্মৃতিকথা, অনুবাদ, সম্পাদনা ইত্যাদির মাধ্যমে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন।
১৯৩০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে প্রথম শ্রেণিতে স্নাতক (সম্মান) এবং পরের বছর প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। প্রথমে সাংবাদিকতা এবং পরে অধ্যাপনাকে তিনি পেশা হিসেবে গ্রহণ করেন। ঢাকার পুরান পল্টন থেকে তাঁর ও অজিত দত্তের যৌথ সম্পাদনায় সচিত্র মাসিক পত্রিকা "প্রগতি (১৯২৭-১৯২৯)" প্রকাশিত হয়। তিনি "কবিতা পত্রিকা" নামেও একটি সম্পানায় করেন।
রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যরীতির বাইরে পৃথক কব্যধারার প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম প্রধান কবি বুদ্ধদেব বসুর রচনাশৈলী স্বতন্ত্র ও মনোজ্ঞ।
তিনি বহু কবিতা, গল্প, প্রবন্ধ, উপন্যাস ও নাটক রচনা করে খ্যাতি অর্জন করেন। ১৯৭৪ সালের ১৮ মার্চ তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন।
--------------------------------------------------------------------------------------------------------------------------------
English Translate
Author Introduction 'Buddhadev Bose'
Buddhadev Bose was born on 30 November 1908 in Comilla. Possessing a multi-faceted talent, Buddhadev Bose enriched Bengali literature through poems, rhymes, short stories, novels, essays, plays, travelogues, memoirs, translations, editing etc.
He graduated from Dhaka University in 1930 with honors in the first class (English) and the following year with a master's degree in the first class. He first took up journalism and later teaching as a profession. He and Ajit Dutt co-edited the illustrated monthly "Pragati (1927-1929)" from the old platoon in Dhaka. He also edited a magazine called "Kavita Patrika".
Apart from Rabindranath Tagore's poetry, one of the founders of different genres of poetry, Buddhadev Basu's style of writing is unique and pleasant. He gained fame by composing many poems, stories, essays, novels and plays. He died on 18 March 1974 in Calcutta.
0 মন্তব্যসমূহ