Latest

8/recent/ticker-posts

Header Ads Widget

Author Introduction 'Shawkat Osman'

Author Introduction 'Shawkat Osman'
Shawkat Osman

লেখক পরিচিতি 'শওকত ওসমান'

শওকত ওসমান ১৯১৭ সালের ২ জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর আসল নাম আজিজুর রহমান। দীর্ঘদিন তিনি বাংলা ভাষা ও সাহিত্যে অধ্যাপনা করেছেন। তবে অধ্যাপনা জীবনে প্রবেশ করার আগে তাঁর চাকরিজীবন ছিল বিচিত্র। শওকত ওসমান বাংলা ভাষা ও সাহিত্যের বিশিষ্ট কথাসাহিত্যিক।

ছোটদের জন্য তিনি যেসব গ্রন্থ লিখেছেন সেগুলো হচ্ছেঃ "ওটন সাহেবের বাংলো", "ডিগবাজি", "মসকুইটোফোন", "তারা দুইজন", "ক্ষুদে সোশালিস্ট", "ছোটদের নানা গল্প", "কথা রচনার কথা" ও "পঞ্চসঙ্গী" ইত্যাদি।

তিনি বেশ কয়েকটি সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন। পুরস্কারগুলো হচ্ছেঃ "আদমজি সাহিত্য পুরস্কার", "বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার", "একুশে পদক", "নাসিরউদ্দীন স্বর্ণপদক", "ফিলিপস সাহিত্য পুরস্কার" ইত্যাদি।
শওকত ওসমান ১৯৯৮ সালের ১৪ মে মৃত্যুবরণ করেন।

--------------------------------------------------------------------------------------------------------------------------------
English Translate
Author Introduction 'Shawkat Osman'

Shawkat Osman was born on 2 January 1917 in the village of Sabalsinghpur in the Hooghly district of West Bengal. His real name is Azizur Rahman. He has been teaching Bengali language and literature for a long time. However, before entering the teaching life, his career was diverse. Shawkat Osman is a prominent novelist of Bengali language and literature.

The books he has written for children are: "Otten Saheber Bungalow", "Digbaji", "Mosquitophone", "Tara Dui Jon", "Khude Socialist", "Chhotoder Nana Galpo", "Kotha Rochonar Kotha" and "Panchasangi" etc.

He has won several literary awards. The awards are: "Adamji Sahitya Puraskar", "Bangla Academy Sahitya Puraskar", "Ekushey Padak", "Nasiruddin Gold Medal", "Phillips Sahitya Puraskar" etc.
Shawkat Osman died on 14 May 1998.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ