Latest

8/recent/ticker-posts

Header Ads Widget

Author Introduction 'Sufia Kamal'

Author Introduction 'Sufia Kamal'
Sufia Kamal

লেখক পরিচিতি 'সুফিয়া কামাল'

সুফিয়া কামাল ১৯১১ সালের ২০ জুন বরিশাল জেলার শায়েস্তাবাদ গ্রামে তাঁর মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস ছিল কুমিল্লায়। 
সে আমলে মেয়েদের লেখাপড়ার মোটেই সুযোগ ছিল না। তিনি নিজের চেষ্টায় লেখাপড়া শিখে ছোটবেলা থেকেই কবিতাচর্চা শুরু করেছিলেন। কিছুকাল তিনি কলকাতার একটি বিদ্যালয়ে শিক্ষকতা করেন। সুদীর্ঘকাল ধরে সাহিত্যচর্চা, সমাজসেবা ও নারীকল্যাণমূলক নানা কাজের সাথে জড়িত ছিলেন। তাঁর কবিতা সহজ, ভাষা সুললিত, ছন্দ ব্যঞ্জনাময়।

কবি সুফিয়া কামালের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলোঃ "সাঁঝের মায়া", "মায়া কাজল", "মোর যাদুদের সমাধি পরে" ইত্যাদি। তাঁর স্মৃতিকথামূলক গ্রন্থ "একাত্তরের ডাইরি" শিশুদের জন্য তিনি লিখেছেন "ইতল বিতল", "নওল কিশোরের দরবারে" ইত্যাদি। 

কবি সুফিয়া কামাল তাঁর কবিপ্রতিভার জন্য অনেক পুরস্কার লাভ করেছেন। সেসব হলোঃ বাংলা একাডেমী পুরস্কার, মোহাম্মদ নাসিরউদ্দিন স্বর্ণপদক, একুশে পদক, বুলবুল ললিতকলা একাডেমী পুরস্কার মুক্তধারা সাহিত্য পুরস্কার ইত্যাদি। সুফিয়া কামাল ১৯৯৯ সালের ২০ নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন।

--------------------------------------------------------------------------------------------------------------------------------
English Translate
Author Introduction 'Sufia Kamal'

Sufia Kamal was born on 20 June 1911 at her uncle's house in Shaistabad village of Barisal district. Her ancestral home was in Comilla.
During that period there was no opportunity for girls to study at all. She started reading poetry at an early age by learning to read on his own. For some time she taught in a school in Calcutta. For a long time she was involved in literary activities, social work and women's welfare work. Her poems are simple, the language is melodious, the rhythm is consonantal.

Poet Sufia Kamal's notable books of poetry are "Sanjher Maya", "Maya Kajal", "Mor Jaduder somadhi pore" etc. In his memoirs "Ekattorer Diary" for children she wrote "Ital Bital", "Noel Kishorer Dorbare" Etc.

Poet Sufia Kamal has won many awards for her poetic talent. These are: Bangla Academy Award, Mohammad Nasiruddin Gold Medal, Ekushey Padak, Bulbul Lalit Kala Academy Award, Muktadhara Sahitya Puraskar etc. Sufia Kamal died on 20 November 1999 in Dhaka.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ