Latest

8/recent/ticker-posts

Header Ads Widget

Baba Riyana O Rangin Chhata - Ariaan Ahmed

Baba Riyana O Rangin Chhata - Ariaan Ahmed


বাবা রিয়ানা ও রঙিন ছাতা
আরিয়ান আহমেদ

ছোট্ট হাতে রঙিন ছাতা
পথ চলে সে আঁকাবাঁকা
মিষ্টি মুখে মধুর হাসি
কোটি টাকা দাম
ছোট্ট পরী, মেয়েটা আমার!
রিয়ানা তার নাম।
ও রিয়ানা ও রিয়ানা
কোথায় তুমি যাও?
তোমার ঐ রঙিন ছাতায়;
আমায়ও সাথে নাও।
চলে যাচ্ছি বাড়ি ছেড়ে,
তুমি বাড়ি যাও
যদি মা বলে খুঁজতে আমায়,
বলবে!
নিজেই খুঁজে নাও।
মা কি তোমায় বকা দিয়েছে?
দিয়েছে কি তোমায় গাল?
ছোট্ট পরীর মুখটা কেন
হয়ে আছে এতো লাল।
পরী তোমার রাগ করেছে
যাবে না আর বাড়ি
বাবা ছাড়া তাই রিয়ানার
সবার সাথেই আড়ি।
রাগ করে না লক্ষী সোনা
চলো না বাসায় যাই
এনেছি তোমার জন্য খাবার
এক সাথে চলো খাই!
বাবা আমি রাগ করেছি
যাবো না এখন বাড়ি
খাবো না আমি খাবার কিছু
খাবারের সাথেও আড়ি।
তুমি না খেলে তো আমিও খাবোনা
তোমায় ছাড়া বাসায় যাবো না।
করি কি উপায়?
চলো রিয়ানা তুমি আমি
আর রঙিন ছাতা উধাও হয়ে যাই।

কবিতা | ২১-০৫-২০


-----------------------------------------------------------------------------------------------------------------------------
English Translate
Baba Riyana O Rangin Chhata
Ariaan Ahmed

Colorful umbrella in small hands
The path is crooked
Sweet smile on sweet face
Crores of taka
Little fairy, the girl is mine!
Riyana is her name.
O Riyana O Riyana
Where do you go
In that colorful umbrella of yours;
Take me with you.
I'm leaving home,
You go home
If mom finds me,
Tell Her!
Find out for yourself.
Did your mother scold you?
Gave you a cheek?
Why the little fairy face
It has become so red.
The fairy is angry
Can't go home anymore
So Riyana without Dad
not going Listen to anyone.
Sweetie please don't be angry
Let's go home
I brought food for you
Let's eat together!
Dad I'm angry
I will not go home
I don't eat anything
Eavesdropping with food.
If you don't Eat, I won't eat either
I will not go home without you.
What is the way to do it?
Come on Riyana you me
And the colorful umbrella disappeared.

Poetry | 21-05-20

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ