যদি নাই পারো ভালোবেসো
আরিয়ান আহমেদ
মন জুড়ে তুমি আর বুক জুড়ে তুমি
আমার হৃদয় জুড়ে শুধু তুমি
তবু যদি কাছে এসে না ই আসো
মন বলে তাই
যদি নাই পারো ভালোবেসো ||
সাথে আছো তুমি আর পাশে আছো তুমি
মন আঙ্গিনার আসেপাশে শুধু তুমি
তবু যদি কাছে এসে না ই আসো
মন বলে তাই
যদি নাই পারো ভালোবেসো ||
আশা জুড়ে তুমি আর ভাষা জুড়ে তুমি
আমার ভালবাসা জুড়ে শুধু তুমি
তবু যদি কাছে এসে না ই আসো
মন বলে তাই
যদি নাই পারো ভালোবেসো ||
-----------------------------------------------------------------------------------------------------------------------------
English Translate
Jodi Nai Paro Bhalobesho
Ariaan Ahmed
You are all over the mind and you are all over the chest
You are the only one in my heart
But if you do not come close
The mind says so
If you can't, love me
You are with me and you are by my side
Only you around the courtyard of the mind
But if you do not come close
The mind says so
If you can't, love me
You are full of hope and you are full of language
Only you throughout my love
But if you do not come close
The mind says so
If you can't, love me
0 মন্তব্যসমূহ