ও আল্লাহ তুমি
আরিয়ান আহমেদ
ও আল্লাহ তুমি অপরূপ
তুমি মহান সুন্দর
তোমায় সপেছি এ জীবন
সপেছি এই অন্তর।
তোমার অনুগ্রহ ছাড়া
জীবন ধুধু প্রান্তর।।
তোমার নামেরই তাসবিহ পড়ে
বিশ্ব জগতের সব
তুমি আমাদের মালিক প্রভু
তুমি মহানুভব।
তোমার অনুগ্রহ ছাড়া
জীবন ধুধু প্রান্তর।
ও আল্লাহ তুমি অপরূপ
তুমি মহান সুন্দর
তোমায় সপেছি এ জীবন
সপেছি এই অন্তর।
ও আল্লাহ তোমার নেয়ামতে
ডুবে আছি গো সব
তোমার রহমতের ছোঁয়ায়
শুনি শীতল কলরব
তোমার অনুগ্রহ ছাড়া
জীবন ধুধু প্রান্তর।
ও আল্লাহ তুমি অপরূপ
তুমি মহান সুন্দর
তোমায় সপেছি এ জীবন
সপেছি এই অন্তর।
---------------------------------------------------------------------------------------------------------------
English Translate
Oh Allah
Ariaan Ahmed
O Allah, you are wonderful
You are very beautiful
I have given you this life
This is the difference
Without your grace
Life is a desert.
Tasbih is recited in your name
All of the world
You are our Lord
You are generous.
Without your grace
Life is a desert.
Allah, you are wonderful
You are very beautiful
I have given you this life
This is the difference.
O Allah is in your favor
I'm drowning
In the touch of your mercy
Hear the cool noise
Without your grace
Life is a desert.
O Allah, you are wonderful
You are very beautiful
I have given you this life
This is the difference.
0 মন্তব্যসমূহ