প্রথম দেখা
আরিয়ান আহমেদ
শিশির ভেজা সকালে প্রথম দেখা
তারপর থেকেই মন একলা একা,
স্বপ্ন দেখি আমি তোমায় নিয়ে
মনে পরে তোমাকে ভুলেও গিয়ে।
প্রথম দেখে ভালবেসে ফেলেছি তোকে
এখন আর ভুলতে যে পারিনা।
মায়াবী বিকেল যেই না এলো
হয়ে গেলাম আমি এলোমেলো,
দৃষ্টি আমার খোঁজে শুধু তোমায়
বেখায়ালে মন স্বপ্ন সাঁজায়।
প্রথম দেখে ভালবেসে ফেলেছি তোকে
এখন আর ভুলতে যে পারিনা।
রাত পরীরা যখন স্বপ্ন নিয়ে
নেমে আসে এ চোখের পাতায়
তখনও তুমি জেগে থাকো
যে আমার হৃদয়ের আঙ্গিনায়;
প্রথম দেখে ভালবেসে ফেলেছি তোকে
এখন আর ভুলতে যে পারিনা।
-----------------------------------------------------------------------------------------------------------------------------
English Translate
Prothom Dekha
Ariaan Ahmed
First seen in the dew-soaked morning
Since then the mind has been alone,
I dream about you
I remember forgetting you later.
I fell in love with you at first sight
Now I can't forget that.
The magician did not come in the afternoon
I'm random,
My vision is only in you
Careless mind dreams.
I fell in love with you at first sight
Now I can't forget that.
Night fairies when dreaming
Comes down to the eyelids
Even then you stay awake
That in the courtyard of my heart;
I fell in love with you at first sight
Now I can't forget that.
0 মন্তব্যসমূহ