স্বার্থপরের ভিড়ে এই
অবুঝ একটা মন;
ধোঁকাবাজদের বার বার,
সে ভাবে আপনজন।
কি অদ্ভুত আপন যারা
বিপদে না আসে;
তবুও মনটা কেন জানি
তাদের ভালবাসে।
গাড়ি ভর্তি গ্যারেজ আর
টাকায় ভরা ব্যাগ
সব কিছু ছেড়ে দিয়ে
মন আজ বৈরাগ।
কি অদ্ভুত আপন যারা
স্বার্থের টানে আসে
প্রয়োজন ফুরিয়ে গেলে
তাঁরও মিলিয়ে যায় বাতাসে।
-----------------------------------------------------------------------------------------------------------------------------
English Translate
Swarthoporer Bheere
Ariaan Ahmed
Strange one mind
Just leave worldliness
Looking for relatives.
This is the selfish crowd
An ignorant mind;
The deceivers again and again,
That's the way it is.
What a strange people
Does not come in danger;
Yet I know why the mind
Loves them.
Car filled garage r
A bag full of money
Leaving everything
The mind is aloof today.
What a strange people
The pull of interest comes
When the need arises
They also Vanishes in the air.
0 মন্তব্যসমূহ