লেখক পরিচিতি 'কামিনী রায়'
কামিনী রায় ১৮৬৪ সালের ১২ অক্টোবর বরিশালের বাসন্ডা গ্রামে জম্মগ্রহণ করেন।
১৮৮৬ সালে কলকাতার বেথুন কলেজ থেকে সংস্কৃতে অনার্সসহ বি এ পাস করে ওই কলেজেই অধ্যাপনায় নিযুক্ত হন। কামিনী রায়ের লেখা কবিতায় রবীন্দ্রনাথের প্রভাব স্পষ্ট। আনন্দ বেদনায় সহজ সরল প্রকাশে তাঁর কবিতা তাৎপর্য অর্জন করেছে।
তাঁর লেখা ছোটদের কবিতা "গুঞ্জন", "জীবন পথে", "বালিকা শিক্ষার আদর্শ", "অশোক সংগীত", "দ্বীপ ও ধুপ", "নির্মলা" ইত্যাদি।
কলকাতা বিশ্ববিদ্যালয় তাঁকে জগত্তারিণী স্বর্ণপদকে ভূষিত করে। কামিনী রায় ১৯৩৩ সালের ২৭ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।
--------------------------------------------------------------------------------------------------------------------------------
English Translate
Author Introduction 'Kamini Roy'
Kamini Roy was born on 12 October 1864 in the village of Basanda in Barisal.
In 1886 she passed BA with honors in Sanskrit from Bethune College, Calcutta and became a lecturer in the same college. The influence of Rabindranath is evident in the poems written by Kamini Roy. Her poems have gained significance in simple expressions of joy and pain.
She wrote children's poems "Gunjan", "Jivan Pathe", "Balika Shikshar Adarsh", "Ashoka Sangeet", "Dwip O Dhup", "Nirmala" etc.
Calcutta University awarded her the Jagattarini Gold Medal. Kamini Roy died on 27 September 1933.


0 মন্তব্যসমূহ