Latest

8/recent/ticker-posts

Header Ads Widget

Amar Baba - Mohon Sahriar | Emotional Poem 2020

Amar Baba - Mohon Sahriar | Emotional Poem 2020
Mohon Sahriar

আমার বাবা
মোহন শাহরিয়ার 

ইচ্ছে ছিল দেখবো বাবা
তোমার হাসি মুখ,
আমৃত্যু জীবন সংগ্রামী ছিলে,
দিতে পারি নাই কোন সুখ।

কাঁদতে তোমায় দেখিনি কখনো
দেখা হয়নি তোমার হাসি মুখ,
আমাদের মুখে হাসি ফোটাতে,
বিসর্জন দিয়েছে নিজের সকল সুখ।

হাজার সমস্যা প্রতিকূলতায়,
ছিলে সৎ,মিষ্টিভাষী ও বিবেকবান;
আপোষহীন ছিলে অন্যায়ের কাছে, 
কামিয়েছো আজীবন অমূল্য সম্পদ
সুনাম ও সম্মান।

আমার আদর্শ অনুপ্রেরণা তুমি,
হতে চাই বাবা তোমার মতন,
আমার সকল ভালোকাজ উৎসর্গ তোমায়,
অন্যের মুখে হাসি ফুটিয়ে,
কাটিয়ে দিবো এ জীবন।

কষ্ট পেলেও মনে পড়ে বাবা
সুখ মনে হয় বোঝা,
পাবোনা জেনেও অশ্রুসিক্ত প্রতিনিয়ত,
সবকিছুতেই তোমায় খোঁজা।

না ফেরার দেশে গেছো চলে,
হয়ে মহান আল্লাহর মেহমান,
আল্লাহ বাবাকে জান্নাতী করেন,
আপনি রহিম-রহমান।

কবিতা | ৩০-০৭-২০২০

-----------------------------------------------------------------------------------------------------------------------------
English Translate
Amar Baba
Mohon Sahriar

I wanted to see Dad
Your smiling face,
You were a lifelong fighter,
I could not give any happiness.

I have never seen you cry
Didn't see your smiling face,
To put a smile on our face,
You Abandoned your all happiness.

There were thousands of problems.
You were Sweet-spoken and conscientious;
You were uncompromising to the unjust,
You have earned invaluable resources for life
Reputation and respect.

You are my ideal inspiration,
I want to be like you dad,
All my good deeds to you,
I will spend this life to make smile others.

I remember you father when I'm in trouble
Happiness feels like a burden,
Tearful constantly eyes to know
I'm not gonna see you again,
Looking for you in everything.

You went to the land of no return,
Become a guest of the great ALLAH,
O ALLAH grant my father to Jannat,
You are Rahim-Rahman.

Poem | 30-07-2020

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ