ন্যায়ের কলম
আরিয়ান আহমেদ
কতদিন ন্যায়ের কলম ধরোনি?
মেলাও নি সত্য ছন্দ,
দেহের চোখ খোলা
তবে কেন মনের চোখ বন্ধ।
খোল সে চোখ, ভুলে আবেগ!
এগিয়ে চলো পথ,
তোমার কলমেই জেগে উঠবে
হাজার লাখের মত।
নিজের কথা বলেনা সবাই
নীরবে অনেকে কাঁদে!
তোমার কলমে, তাদের গল্প
হাজার সপ্ন বাঁধে।
কেন সে কলম ধরছো না তুমি?
বলছো না হক কথা।
তোমার নীরবতায় সফল
আজ অন্যায়ের ব্যার্থতা।
৪ এপ্রিল ২০২৩
0 মন্তব্যসমূহ