Latest

8/recent/ticker-posts

Header Ads Widget

ন্যায়ের কলম | Nyayer Kalam by Ariaan Ahmed


ন্যায়ের কলম
আরিয়ান আহমেদ

কতদিন ন্যায়ের কলম ধরোনি?
মেলাও নি সত্য ছন্দ,
দেহের চোখ খোলা
তবে কেন মনের চোখ বন্ধ।

খোল সে চোখ, ভুলে আবেগ!
এগিয়ে চলো পথ,
তোমার কলমেই জেগে উঠবে
হাজার লাখের মত।

নিজের কথা বলেনা সবাই
নীরবে অনেকে কাঁদে!
তোমার কলমে, তাদের গল্প
হাজার সপ্ন বাঁধে।

কেন সে কলম ধরছো না তুমি?
বলছো না হক কথা।
তোমার নীরবতায় সফল
আজ অন্যায়ের ব্যার্থতা।

৪ এপ্রিল ২০২৩

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ